Who am I ?

... no description fits me exactly. But i can say, i m always trying to find out what is the proper way to express myself and my thoughts. Like after the main course, u need a dessert... this is my mind dessert. Time passes on and so do my thoughts...i try to catch some of them and stick them here with letters, words, sentences and all other possible ways i know.

অনেকদিন থেকেই ভাবছিলাম একটু একটু করে লেখালেখি করি নিজের মত করে।কোন কারণে নয়, শখের বশে অহেতুক কিছু কথা লিখে জীবনের একটা দলিল করে রাখার মত আরকি...কিন্তু কিছুতেই আর হয়ে ওঠে না।সেটাই স্বাভাবিক কারন আমার মত অলস মানুষ কম ই আছে দুনিয়ায় ! অবশেষে একদিন শুরু করে দিলাম । মনের অনেক কথা , সামাজিক চিন্তা, নিজের মতামত কিংবা নিতান্তই আবোলতাবোল কিছু হয়ত লিখব। তাই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যেন কেউ আমার কথা তে আঘাত পেয়ে মাইন্ড না খায়...আমি কোন ব্যক্তি, প্রতিষ্ঠান,দল, গোষ্ঠি, সমিতি, জাতি, গোত্র, ধর্ম বা শ্রেনীকে কেন্দ্র করে, উপেক্ষা করে, কটাক্ষ করে, আঘাত করে, উদ্দেশ্য করে, ইঙ্গিত করে বা উস্কানী দিয়ে কিছু লিখবো না। তারপর ও যদি কেউ যদি আমার কোন পোস্ট দ্বারা মানসিক, সামাজিক, চারিত্রিক, বাহ্যিক, আন্তরিক (!), আর্থিক বা শারিরিক (!?) ক্ষতির সম্মুখীন হয়ে থাকে (যা জীবনেও সম্ভব না, হলেও মানবো না !) তাহলে তা তার ব্যক্তিগত ব্যাপার বলে বিবেচিত হবে কারণ এই ব্লগ শুধুমাত্র ভারসাম্যহীনদের ভারসাম্যের প্রচেষ্টামাত্র...

আপনাদের মন্তব্য, উপদেশ, আদেশ, নিষেধ, অনুরোধ, গালি, ঝাড়ি, ফাপড়, দাবড়ানি, স্নেহ ও ভালোবাসা দিয়ে বাধিত করবেন...

সায়ন আনজীর
২০১০।

বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১১

আমরা উলঙ্গ ???

আজকে দিনটা গেল হরতাল...সবাই যার যার মত করে দিনটা কাটিয়েছে।
হরতালের মধ্যে মানুষের কষ্টের সীমা নাই এইটা নিয়ে প্রচুর ক্যাচাল হয়...মানুষের দুর্ভোগ বাড়ে...গরিব মানুষ না খেয়ে থাকে...ইত্যাদী অনেকবার অনেকভাবে বলা হয়ে গেছে। যা বলা হয় না কোনদিন তা হল, কিছু স্বাভাবিক অথচ এড়িয়ে যাওয়া মানুষের কথা। হরতাল হলেই কাদের সবচেয়ে বেশী আঘাত পাওয়ার আশঙ্কা থাকে? এক কথায় উত্তর হল- পুলিশের...

একজন পুলিশের কনস্টেবলের বেতন কত? কেউ জানেন? কত? দশ হাজার? পনের হাজার? যা ই হোক...(দারোগার কথা বলছিনা...ওদের ত ভাই বেতন কয়েক লাখ...হাহাহা...)
সেও কিন্তু আমার মত বাংলাদেশের নাগরিক...সেও কিন্তু একটি দল কে ভোট দিয়েছে...হয়ত সেই দলের ই ডাকা হরতালের মাঝে তার ডিউটি পড়েছে...কিন্তু পেটের তাগিদের উপরে কথা নাই...দলের চেয়ে পেট বড়...(আক্ষরিক অর্থে নয় !!!) তারপর ও কেন সেই পুলিশটি লাঠি মারে? মার খায়? আসুন বিশ্লেষন করি-
এক. হরতালের সময়, ঊর্ধ্বতন ওফিসারের হুকুম
দুই. বিপদের মাঝে আত্মরক্ষা করা
তিন. ঘটনার আকস্মিকতায় রিএক্ট করা
চার. গালাগালি হলে ব্যক্তিগত আক্রোশের শিকার অথবা বহিপ্রকাশ...

আহত হলে তাকে দেখানো হবে বিভিন্ন টিভি চ্যানেলের সংবাদে। ব্যান্ডেজ বাধা বা হাত ঝোলানো-পা ঝোলানো...ভাগ্য খুব ভালো হলে আমাদের মাননীয় মন্ত্রী তাকে দেখতে আসবে-আশার বানী (চিরন্তনী !) শোনাবে।টিভি ক্যামেরার সামনে গলার রগ ফুলিয়ে প্রায় চিৎকার করে বলবে- এটি বিরোধী দলের পশুসুলভ আচরনের নমুনা।আমরা এর তীব্র প্রতিবাদ করি।অপরাধী যেখানেই থাকুক তাকে আইনের মাঝে নিয়ে আসা হবে।আমাদের নেত্রী ... জননেত্রী...বকর বকর ... বকর বকর বকর...(সব সরকারের আমলেই এক ই কথা শুধু নাম গুলো চেঞ্জ করে নিবেন)
ওই পুলিশটির কথা আমরা কিন্তু ওইদিন ই ভুলে যাই। টিভি/সাংবাদিক ও ভুলে যায়...সে চিরতরে পঙ্গু হয়ে গেলো কিনা জানা যায় না...তার পরিবার কি উৎকণ্ঠায় থাকে তা কেউ দেখি না...কি করে বাকি দিনগুলো কাটায় তা কেউ দেখে না...

এবার আসুন আরেকটি দিক দেখি, কে কে এই পরিস্থিতির জন্য দায়ী?
এক কথায় প্রকাশ- রাজনৈতিক নেতা-নেত্রী...(ওয়াক থুঃ...মুখ ধুয়ে আসি...)

আমাদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হরতালের আগেরদিন জনসভায় বলেন- আমাদের দলের কর্মীদের পথে থাকতে হবে হরতাল প্রতিহত করতে...(WTF ???!!!) তার মানে উনি কি দলের লোকদের কে মেরে লাশ ফেলার লাইসেন্স দিচ্ছেন? পুলিশ আছে কি করতে? ওনাকে কে এই অধিকার দিয়েছে? এই জাতীয় কথাবার্তা মানিকদি বাজারের চিতই পিঠা ওয়ালীর মুখে শোভা পায়... নির্বাচিত এমপি বা মন্ত্রীর মুখে নয়...

বিরোধী দলের নেতা বলেন- আপনারা নিজেদের সবটুকু শক্তি দিয়ে এই হরতাল সফল করুন...তারা "সফল" বলতে কি বোঝান? বাস দেখলে ইটা মারো... বেবিটেক্সির পাম্প ছাড়ো... শপিং মলের গ্লাশ ভাঙ্গো...পুলিশ পেলে দূরে থেকে ঢিল মারো...ককটেল মারো...

পুলিশের যেই গাড়িটা আজকে পুড়বে, সেটার টাকা কি উনি দিয়েছেন? নাকি আমার মত-আপনার মত দেশের মানুষের ট্যাক্স থেকে এসেছে? যেই স্কুল-কলেজগূলো বন্ধ হল, সেগুলোতে উনাদের (সু)পুত্র-মাইয়া পড়ে? উনাদের পোলা-মাইয়া ত oh shit !!! poor country...বলতে বলতে মুখে ফ্যানা তুলে ফেলে eminem/50cent এর গান ফুল ভলিউমে lexus/bmw তে বাজানোর সময়...ওরা কি আমাদের মত হরতালে জানের বাজী রেখে অফিসে যায়? অথবা অফিসে না গিয়ে একদিনের বেতন হারায়?

ভাই...অনেক ত দেখলাম...অনেক গ্যাজাইলাম...
-আমাদের দেশে কি মৃত্যুকূপ রাস্তা নিয়ে হরতাল হয়?
-খাবারের ভেজাল বিষ নিয়ে হরতাল হয়?
-এমপি দের ভাতা বৃদ্ধি ঠেকাতে হরতাল হয়?
-আইনবিভাগ/সংবাদ মাধ্যম কে স্বাধীনতা দেওয়ার জন্য হরতাল হয়?
-ছাত্র রাজনীতি বন্ধের জন্য হরতাল হয়?
-অসহায় বেতনহীন প্রাইমারী শিক্ষকদের বেতন দেওয়ার দাবীতে হরতাল হয়?

আসলেই কি আমাদের নেতানেত্রীর সব দোষ? আরেকবার ভাবুন ত... পড়াশুনার সবচেয়ে মেধাবী ছাত্রটি কি আমাদের প্রতিনিধি হচ্ছে? নাকি এক সময়ের সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসী আমাদের এমপি হয়ে আমাদেরকে মুখে চুষনী দিয়ে দিচ্ছে? আসুন না ... আরেকবার একটু আয়নার সামনে দাড়াই... লজ্জা কিসের? "ল্যাংটার নাই বাটপারের ভয়"... আর কতদিন কতদুর গেলে আমরা বুঝবো যে আমরা উলঙ্গ ???

-সায়ন আনজীর
২২.০৯.২০১১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন